চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটলের নতুন শিডিউল শুক্রবার (১ নভেম্বর) থেকে চালু হয়।
তবে রোববার (৩ নভেম্বর) থেকে অন ডে তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটলের নতুন শিডিউল শুরু হয়েছিল। আর প্রথম দিনেই ঘটল শিডিউল বিপর্যয়।
দীর্ঘদিন ধরে আলোচনা সমালোচনার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটলের শিডিউল বাড়ানো হয়। এতে এখন আরও ২ জোড়া বাড়িয়ে ৯ জোড়া শাটল চলাচল করার নতুন সময় প্রকাশিত হয়।
শুক্রবার এই শিডিউল চালু হলেও রোববার অন ডে তে নতুন শিডিউলের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠে শিক্ষার্থীদের মাঝে। বিকাল ৩টা ৩৫ মিনিটের শাটলও দেরিতে আসার অভিযোগ পাওয়া যায়। ফলে নতুন শিডিউলেও শাটলে তিল ধারণের ঠাঁই ছিল না। এ নিয়ে তীব্র হতাশা ব্যক্ত করেন শিক্ষার্থীরা।
এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ২০ থেকে ২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিব বলেন, নতুন শিডিউল দিয়েও শিক্ষার্থীদের ভোগান্তি কমেনি, বরং বেড়েছে। এখন মনে হচ্ছে এর চেয়ে পুরোনো শিডিউলই ভালো ছিল।