চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সংস্কৃত বিভাগের এক নারী শিক্ষার্থীকে যৌন হেনস্তা ও ধর্ষণের অভিযোগে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক এক কর্মীকে গ্রেপ্তার করেছে হাটহাজারী থানা পুলিশ।
রবিবার (৩ নভেম্বর) ভুক্তভোগী শিক্ষার্থীর দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্ত শিক্ষার্থী মারুফুল ইসলাম শাকিলকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, অভিযুক্ত শাকিল চবি শাখা ছাত্রলীগের উপগ্রুপ বাংলার মুখের সক্রিয় কর্মী ছিলেন।
মামলার এজাহারে বলা হয়েছে, পাঁচ বছর ধরে চলমান সম্পর্কের মধ্যে মারুফুল পলিটিক্যাল ভীতির মাধ্যমে ভুক্তভোগীকে সম্পর্ক বজায় রাখতে বাধ্য করে। তিনি অভিযোগ করেন, মারুফুল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বারংবার ধর্ষণ করে এবং আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করে।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, মারুফুল অন্যান্য মেয়েদের সঙ্গেও দীর্ঘদিন সম্পর্ক করে আসছে এবং তাদেরও আপত্তিকর ছবি ও ভিডিও সংগ্রহ করে শারীরিক সম্পর্ক স্থাপন করত।
অন্যদিকে, অভিযুক্ত মারুফুল ইসলাম শাকিল তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, ভুক্তভোগীর সঙ্গে তার সম্পর্ক ছিল এবং তিনি তাকে ব্যক্তিগত সমস্যায় সাহায্য করেছিলেন, তবে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা এবং তাকে ফাঁসানো হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, অভিযোগের প্রমাণের ভিত্তিতে ঘটনাটি হাটহাজারী থানা পুলিশকে জানানো হয়। পুলিশ অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেছে।
এ বিষয়ে হাটহাজারী থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান, ভুক্তভোগী শিক্ষার্থীর করা মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার নিয়ম অনুযায়ী আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।