আন্তর্জাতিক সাংস্কৃতিক সংস্থা বিশ্বতানের প্রতিষ্ঠাতা সভাপতি নরেণ সাহার নেতৃত্বে বাংলাদেশের স্বনামধন্য জায়ান্ট গার্মেন্টস গ্রুপ আজিম গ্রুপের এক্সেকিউটিভ ডিরেক্টর পদ থেকে ডিরেক্টর পদে পদোন্নতি পাওয়ায় শ্রী অনুপ বরণ দাশকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আন্তর্জাতিক বিশ্বতান গর্ভামেন্ট বডি।
সোমবার (৪ নভেম্বর) ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উক্ত সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় গ্রুপের ওভেন ডিভিশনের এজিএম ও হেড অব এইচআর বিশ্বতানের উপদেষ্টা সাঈদুর রহমান মিন্টুর বিশ্ববিদ্যালয়ের বড়ভাই শহিদুল কবিরসহ এসময় উপস্থিত ছিলেন বিশ্বতানের সম্মানিত উপদেষ্টা সাঈদুর রহমান মিন্টু প্রতিষ্ঠাতা সভাপতি নরেণ সাহা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অপর্ণা রায় চৌধুরী, ভারপ্রাপ্ত শিক্ষানবীশ যুগ্ম সাধারণ সম্পাদক ভূমিকা মহাজন, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক স্বপ্না জিমি।
উল্লখ্য, শিশুদের বিভিন্ন ক্যাটাগরির সাংস্কৃতিক চর্চা করার সুযোগ ও বিভিন্ন প্রতিযোগিতায় একজন প্রভিতাবান প্রতিযোগী হিসেবে গড়ে তোলার দক্ষতা অর্জনের লক্ষ্যে কাজ করে চলছে আন্তর্জাতিক বিশ্বতান।
এছাড়াও প্রতিবন্ধী শিশুদের নিয়ে বিশেষ অনুষ্ঠানমালা ও কর্মশালা প্রদান করা হয়।নারী,পুরুষ ও শিশুদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। এ সংগঠন মধ্যে দেশের ৬৪টি জেলা ও ২৬টি আন্তর্জাতিক দেশে সাংগঠনিক দপ্তর গঠনসহ নিয়মিত সাংস্কৃতিক চর্চা করে চলছে। বিশ্বতান জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বস্তরের সবার জন্য কাজ করে চলছে অভিরাম। এই ধারাবাহিকতায় আন্তর্জাতিক বিশ্বতান এগিয়ে চলছে দুর্বার গতিতে।