রোববার (১০ নভেম্বর) দুপুরে পূর্ব ষোলশহর জীবন মিস্ত্রি সড়কে বারইপাড়া খাল খনন প্রকল্প পরিদর্শন কালে মেয়র বলেন, বারইপাড়া খাল খনন প্রকল্প সমাপ্ত হলে নগরীর জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে, এ কারণে এ প্রকল্প সমাপ্তের বিষয়ে আমি বদ্ধপরিকর। কাজেই এ প্রকল্পের কাজের মান ভালো হতে হবে।
বারইপাড়া খাল খনন প্রকল্প এলাকা অত্যন্ত নয়নাভিরাম হওয়ায় এখানে কর্ণফুলী নদী পর্যন্ত একটা পর্যটন স্পট ইনশাআল্লাহ আমি করব। শহরের মধ্যে এ ধরনের পর্যটন স্পট হলে নাগরিকরা সুস্থ বিনোদনের একটি জায়গা পাবেন এবং এলাকায়ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে।
“আমি অভিযোগ পেয়েছি পূর্ব বাকলিয়াতে কিছু মানুষ এ প্রকল্পের কাজ সম্পন্ন করতে নানা রকম বাধা দিচ্ছেন। আমি তাদেরকে বলতে চাই যে যদি কোন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ এই প্রকল্পের বিরুদ্ধে অন্তরায় হয়ে দাড়ায় তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু কঠিন ব্যবস্থা নেওয়া হবে। আমরা কিন্তু কোন ড্রয়ং রুম থেকে আসি নাই, আমরা রাজপথ থেকেই কিন্তু এখানে এসেছি। কাজেই এখানে কোন মাস্তানি-সন্ত্রাসী করে জনদুর্ভোগ করা হলে এটা কখনো বরদাস্ত করা হবে না।”


