সেলিম উদ্দীন, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরে “নিরাপদ অভিবাসন বিষয়ক ওরিয়েন্টেশন” সম্পন্ন হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) সকাল ১০ টায় স্থানীয় আইটি সেন্টার মিলনায়তনে এনজিও সংস্থা প্রত্যাশির বাস্তবায়নাধীন সিমস্ প্রকল্পের( ২য় পর্যায়) ঈদগাঁও উপজেলা সমন্বয়ক মো: আলী আসগরের পরিচালনায় অনুষ্ঠানের সভাপতি ইসলামপুর ইউপি চেয়ারম্যান মওলানা দেলোয়ার হোসাইনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা হয়।
এতে আরো বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান সালাহ উদ্দিন বাবুল,ইসলামপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা শুভ কান্তি দে, সিমস্ প্রকল্পের নিরাপদ অভিবাসন বিষয়ক আইন কর্মকর্তা সুলতান মাহমুদ, মেম্বার রফিকুল ইসলাম ও এনামুল হক প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন মেম্বার নাছির উদ্দিন, মেম্বার নুর মোহাম্মদ, মেম্বার মোহাম্মদ আলী,মেম্বার আবুল হোসেন,মেম্বার ছৈয়দ আলম, মেম্বার হাবিবুর রহমান, মহিলা মেম্বার জাহেদা বেগম, মেম্বার লুতফুন্নেছা, মেম্বার জন্নাতুল ফেরদৌস,সাবেক মহিলা মেম্বার নুর আয়েশা,ইসলামপুর ডিজিটাল সেন্টার উদ্যোক্তা মো: ইয়াছিন আরফাত, ইসলামপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা সহকারী কর্মকর্তা আবছার কামাল, নুরুল আমিন, সিমস্ প্রকল্প বাস্তবায়নকারী এনজিও সংস্থা প্রত্যাশির ইসলামপুর সমন্বয়ক নাজিয়া জাহান মালেকা, প্রত্যাশি এনজিও সংশ্লিষ্ট ইসলামাবাদ সমাজকর্মী সজল দাশসহ বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে ইসলামপুর চেয়ারম্যান মওলানা দেলোয়ার হোসাইন বলেন, অত্র ইউনিয়নে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী রয়েছে। এসব পরিবার অসচেতন হওয়ায় প্রবাসে গিয়ে তারা নানা হয়রানি ও ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে। অত্র এনজিও প্রবাসী পরিবার ও বিদেশ প্রত্যাশিদের সচেতনতায় উক্ত কার্যক্রম শুরু করায় তাদের ধন্যবাদ জানান এবং অবিলম্বে ইউনিয়নের জনগণকে যাতে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতন করা যায় সে লক্ষ্যে পরিষদে একটি অভিবাসন বিষয়ক কর্ণার বাস্তবায়নে এনজিও সংস্থাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এছাড়া তিনি ২০১৫ সালের পর থেকে প্রবাস ফেরত প্রবাসী ও প্রবাসী পরিবারের যে সব সন্তান এ+ পেয়ে পাবলিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সে সব পরিবারের সাথে যোগাযোগ করে তাদের সরকার প্রদত্ত সুবিধা ও বৃত্তি পেতে সংস্থাটির সহযোগিতায় তড়িৎ আবেদনের ব্যবস্থা নেয়ার জন্য উপস্থিত ইউপি সদস্যদের অনুরোধ জানান।
বক্তারা আগামীতে ওয়ার্ড পর্যায়ে এরকম অনুষ্ঠান করলে জনগণ দ্রুত নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতন হবে বলে এনজিও সংস্থার দৃষ্টি আকর্ষণ করলে সংস্থার কর্মকর্তারাও এ বিষয়ে একমত পোষণ করেন। মূলত প্রত্যাশী এনজিও সংস্থার অধীন সিমস্ প্রকল্পের আয়োজনে ইউনিয়ন পর্যায়ে স্থানীয় সরকার প্রতিনিধি, জিএমসি,মাইগ্রেশন ফোরাম,সুশীল সমাজ ও গণমাধ্যম প্রতিনিধিদের উপস্থিতিে এ অনুষ্ঠানের আয়োজন করেন।