ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে আগামী ৩০ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে বিপিএলের একাদশ আসর। ৭ দলের অংশগ্রহণে এবারের আসরে ম্যাচ অনুষ্ঠিত হবে মোট ৪৬টি। ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের বিপিএলের।
মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টটির চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়।
উদ্বোধনী দিনে ম্যাচ অনুষ্ঠিত দুটি। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। এই ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস।
টুর্নামেন্টের শুরুর আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। জানুয়ারির ৪-৫ তারিখ দুই দিন বিরতি দিয়ে ৬ তারিখ থেকে শুরু হবে সিলেট পর্ব। এদিন শুরুতে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স। সন্ধ্যায় রাজশাহী খেলবে বরিশালের বিপক্ষে। সিলেটে ৮ দিনে ১২টি ম্যাচ খেলবে দলগুলো।
মাঝে ১৪ ও ১৫ জানুয়ারি দুই দিন বিরতি দিয়ে ১৬ তারিখ থেকে শুরু হবে চট্টগ্রাম পর্ব। সাগরিকায় প্রথম ম্যাচ খেলবে বরিশাল ও ঢাকা। সন্ধ্যায় খুলনা মুখোমুখি হবে চট্টগ্রাম কিংসের। এখানেও খেলা চলবে টানা আট দিন ধরে। ১৬ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
এরপর আবারও ঢাকায় ফিরবে বিপিএল। ২৬ জানুয়ারি থেকে ফাইনাল পর্যন্ত সবগুলো ম্যাচ হবে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এলিমিনেটর অনুষ্ঠিত হবে ৩ ফেব্রুয়ারি দুপুরে। একই দিন রাতে প্রথম কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে। ১ দিন পর ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল।
আগের দশটি আসরের চেয়ে এবার ভালো মানের বিপিএল উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বিসিবির প্রকাশিত ভিডিও বার্তায় জানিয়েছেন এমন কথাই।
বিসিবির পাঠানো ভিডিও বার্তায় বোর্ড সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘আপনারা জানেন যে বৈষম্যবিরোধী ছাত্র এবং জনতার আন্দোলনে আমরা নতুন একটি সরকার পেয়েছি। এবং আমরা চেষ্টা করেছি, গত ১০টা বিপিএলের চেয়ে এবারের বিপিএলটা একটু অন্যভাবে করার জন্য। আমি আশা করছি যে খুব ভালো টুর্নামেন্ট হবে। এবং এটার প্রথম ধাপ হচ্ছে সূচি, যেটা আমার মনে হয় সবাইকে সন্তুষ্ট করতে পারবে।’
‘আপনারা জানেন যে এটা লম্বা একটা টুর্নামেন্ট। কারো কারো ব্যাক টু ব্যাক খেলতে হয়, কারো ট্রাভেলিং থাকে, অনেক জিনিসগুলো আমাদের মিলাতে হয়। সেক্ষেত্রে এবারের বিপিএলটা আমরা অত্যন্ত চমৎকারভাবে সাজিয়েছি।’
এ ছাড়া টিকেটিং ব্যবস্থা হবে পুরোপুরি ডিজিটাল। গ্যালারিতে দর্শকদের জন্য বিনামূল্যে পানির ব্যবস্থা করা হবে। স্টেডিয়াম পরিচ্ছন্ন রাখার জন্য থাকবে বিশেষ কর্মসূচি। শুরু থেকেই থাকবে ডিআরএস, উন্নতমানের ব্রডকাস্ট, বিদেশি আম্পায়ার ও জনপ্রিয় ধারাভাষ্যকার।
‘আমরা শুরু করার আগে প্রমিজ করেছিলাম যে, এবারের বিপিএলটা একটু অন্য ধরনের হবে। সেই দিক থেকে বিবেচনা করে আমরা চেষ্টা করেছি। যারা টিভিতে খেলা দেখাবে এবং প্রোডাকশন, দুইটাই যেন অত্যন্ত চমৎকার হয় সে বিষয়েও আমরা কথা বলেছি। হকআই, ডিআরএস এগুলো সবই থাকবে। আম্পায়ারিং আমরা খুব উন্নত করার চেষ্টা করছি, ফরেইন আম্পায়ার থাকবে।
এবারের বিপিএলে দিনের ম্যাচগুলো হবে ১:৩০ মিনিট থেকে থেকে ৪:৫০ অব্দি। রাতের ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা ৬:৩০ টা থেকে ৯:৫০ পর্যন্ত। তবে শুক্রবারের দিনের ম্যাচগুলো হবে দুপুর দুইটায় ও সন্ধ্যা সাতটায়।