ডেঙ্গু প্রতিরোধে নগরীর খুলশী এলাকায় মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
অভিযানে বাসা বাড়ীর আঙ্গিনা, ছাদবাগান ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়। এ সময় দুইটি নির্মাণাধীন ভবনের নীচে জমাটবদ্ধ পানিতে এডিস মশার লার্ভা পাওয়ায় দুই ভবন মালিককে ২০ হাজার টাকা ও অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা করার দায়ে ৩ ব্যক্তিকে ১৫ হাজার টাকাসহ সর্বমোট ৩৫ হাজার টাকা জরিমানা করা আদায় করা হয়। পরে ডেঙ্গু সচেতনতার লক্ষে জনসাধারনের মাঝে লিফলেট বিতরণ ও মশার ঔষুধ স্প্রে করা হয়।
অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।