“ধর্মীয় অনুশাসনে নিজের জীবন পরিচালিত করতে হবে, কারণ একমাত্র ধর্মই পারে প্রকৃত মানুষ গড়তে। তাই প্রতিটি সমাজে ধর্মীয় অনুশাসন আজ বড় বেশি প্রয়োজন। মেধা ও মননকে সমৃদ্ধ করতে হলে আমাদের সর্বাগ্রে সুশৃঙ্খল হতে হবে। সুশৃঙ্খল ছাড়া কোন জাতি কোনভাবেই এগোতো পারে না। আজ আমাদের সমাজগুলোতে মানুষে মানুষে হানাহানি মারামারি কাটাকাটি, এসবগুলো হচ্ছে একমাত্র সুশৃঙ্খলার অভাবে। তাই এই শৃঙ্খলা ফিরিয়ে আনতেই প্রতিটি পাড়া-মহল্লায় এমন ধর্মসভা করা প্রয়োজন”
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সাতকানিয়া উপজেলার নলুয়ায় শ্রীশ্রী কেন্দ্রীয় হরি ও জগন্নাথ মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে ভগবান শ্রীকৃষ্ণের রাসযাত্রা উপলক্ষে মহতী ধর্মসভা ও মহানাম সংকীর্তন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত মতামত ব্যক্ত করেন।
সমাজহিতৈষী অজিত চৌধুরীর সভাপতিত্বে শিক্ষক লিটন আইচের প্রাণবন্ত সঞ্চালনায় বিশাল এ ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তিত্ব সুকুমার বৈদ্য। এতে প্রধান আলোচকের বক্তব্য দেন প্রখ্যাত ধর্মতত্ত্ববিদ বিশিষ্ট প্রাবন্ধিক রূপম চক্রবর্ত্তী। বিশেষ অতিথির বক্তব্য দেন সাতকানিয়া গীতা শিক্ষা কমিটির সভাপতি চন্দন দাশ ও বাগ্মী দীপক দাশ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কীর্তনীয়া মৃণাল দাশ, শিক্ষক দীপক বল, সহপ্রতি ঋত্বিক দিলীপ কারণ, সংগঠক দিলীপ মালাকার, সজল দাশ ও অর্ণব দাশ প্রমূখ।