নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ভোটের সময় কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য হয়। রাজনীতি ব্যবসায় পরিণত হয়েছে। রাজনীতি এখন জনকল্যাণ নয়, রাজনীতি এখন ব্যবসা।
শনিবার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’র (আরএফইডি) মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সংরক্ষিত নারী আসন প্রসঙ্গে তিনি বলেন, নারী আসনে সরাসরি ভোট হতে পারে। প্রত্যেক আসনে যোগ্য নারীরা ভোটে নির্বাচিত হবেন। রোটেশন অনুযায়ী ভোট হলে দেখা যাবে চারটা নির্বাচনে প্রত্যেক আসনে একজন নারী সরাসরি ভোটে নির্বাচিত হবেন।
এ সময় স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার খারাপ হয়েছে। দলীয় প্রতীকে ভোট হোক আমরা চাই না। লোকাল গভর্নমেন্ট আইন পরিবর্তন করতে হবে। আইনের পরিবর্তন হলে ভালো হবে।
সভায় নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।