ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় আরও ৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার (১৬ নভেম্বর) গাজার শরণার্থী শিবিরে শক্তিশালি বোমা হামলা চালায় ইসরাইলি বাহিনী। এ ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ হাজার ৭৯৯ জনে। আর আহত হয়েছেন এক লাখের বেশি ফিলিস্তিনি।
এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরাইলের হামলায় ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদের দুই নেতা নিহত হয়েছেন। গেল বৃহস্পতিবার দামেস্কের কুদসায়া এলাকায় এ হামলা চালানো হয়।
শনিবার ইসলামিক জিহাদ–সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানিয়েছে। সিরিয়ায় নিহত দুজন হলেন ইসলামিক জিহাদের রাজনৈতিক ব্যুরোর সদস্য আবদেল আজিজ মিনায়ি এবং সংগঠনটির পররাষ্ট্রবিষয়ক প্রধান রামসি আবু ঈসা।
লেবানন ও গাজায় ইসরাইলের বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে তেল আবিবের গুরুত্বপূর্ণ স্থানে শক্তিশালি ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইরান সমর্থিত এ সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি শনিবার ইসরাইলে ড্রোন হামলার কথা জানিয়েছেন। যদিও এ বিষয়ে ইসরাইলের পক্ষে থেকে মন্তব্য করা হয়নি।
অন্যদিকে শুধু যুদ্ধবিরতির প্রস্তাব পেশ নয়, সিদ্ধান্তের প্রতি সম্মান দেখালেই কেবল যুদ্ধবিরতির জন্য প্রস্তুত বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকমী সংগঠন হামাস।
বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে দোহাভিত্তিক রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম এ কথা জানান। গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরাইলের প্রতি চাপ সৃষ্টিতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন এই হামাস নেতা।