বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে ভারতে আশ্রয় নেয়া ব্যক্তিদের বাংলাদেশে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
বিভিন্ন মাধ্যমে বাংলাদেশ নিয়ে ভারতীয়দের মন্তব্য আপত্তিজনক উল্লেখ করে কর্নেল অলি বলেন, ‘বাংলাদেশ নিয়ে মিথ্যাচার বন্ধে ভারত সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানাচ্ছি।’
বর্তমান অন্তর্বর্তী সরকারকে অনভিজ্ঞতা ও ষড়যন্ত্রের মাশুল দিতে হবে বলে মন্তব্য করেছেন এলডিপির প্রেসিডেন্ট।
তিনি বলেন, ‘বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে ভারতে যারা আশ্রয় নিয়েছেন তাদের ফিরিয়ে আনতে হবে’
এ সময় আওয়ামী লীগ আমলে ব্যবসায়ীদের কাজের লাইসেন্স বাতিল করে উন্মুক্ত করে উপযুক্ত ব্যক্তিদের দেয়ার আহ্বান জানিয়েছেন কর্নেল অলি আহমদ।