মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস (দুদক) উদযাপন উপলক্ষে কাপ্তাই দুর্নীতি প্রতিরোধ কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় শনিবার (৭ ডিসেম্বর) বেলা ১১টায়। দুর্নীতি প্রতিরোধ কাপ্তাই কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো.শাহাদাৎ হোসেন চৌধুরী। এতে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. ইস্রাফিল হোসেন, সহ-সভাপতি নুর বেগম মিতা, সদস্য মাহাবুব হাসান ও কবির হোসেন প্রমুখ।
প্রস্তুতি সভায় আগামী ৯ ডিসেম্বর-২৪ইং তারিখ আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবসে বিভিন্ন কর্মসূচী উদযাপন নিয়ে বিস্তারীত আলোচনা হয়।