শফিউল আলম, রাউজান: আগামী ১৮ জানুয়ারী শনিবার রাউজান উপজেলা বি,এন,পি ও রাউজান পৌরসভা বিএনপির সম্মেলন অনুষ্টানের প্রস্তুতি নিয়েছে রাউজান উপজেলা বি,এন,পি । বি, এন, পি কেন্দ্রীয় কমিটির সিদ্বান্ত অনুসারে সম্মেলনের তারিখ নির্ধারন করা হয়েছে বলে জানান, রাউজান উপজেলা বি,এন,পির সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী।
রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী বলেন, রাউজান উপজেলা ডাকবাংলো ভবনের পাশে পাবলিক হলে সম্মেলন অনুষ্টিত হবে । সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএন,পির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান চট্টগ্রাম বিভাগীয় বি,এন,পির সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত আহম্মদ আজম । এছাড়া ও সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেতৃবৃন্দ্ব উপস্থিত থাকবেন । আগামী ১৮ জানুয়ারী বিএনপির সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সর্মথিত বি,এনপি নেতা কর্মীদের বাদ দিয়ে সম্মেলন অনুষ্টান করছে দাবী করে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সর্মথিত বি,এন,পি, যুবদল, ছাত্রদলের নেতা কর্মীরা সম্মেলন প্রতিহত করবে বলে দাবী করে গত ১৪ জানুয়ারী মঙ্গলবার রাউজান উপজেলা সদরে মিছিল ও সমাবেশ করেন । তারা সম্মেলন বন্দ্ব করার জন্য কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ্বের প্রতি দাবী জানান ।
আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির দলাদলিতে অশান্ত রাউজান। দু’পক্ষে গোলাগুলি, মারামারি সংঘর্ষ লাগাতার চলছে। এর মধ্যেই উপজেলা বিএনপির সম্মেলন ঘোষণা করেছে উত্তর জেলা বিএনপি। আগামী ১৮ জানুয়ারি অনুষ্ঠিতব্য এ সম্মেলন ঘিরে উত্তেজনা ছড়িয়েছে উপজেলাজুড়ে। সম্মেলন আটকাতে মাঠে নেমেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সমর্থিত নেতাকর্মীরা।গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বি,এন,পি নেতারা বলেন, তাদের বাদ দিয়ে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার অনুসারীদের নিয়ে সম্মেলনের প্রস্তুতি নিয়েছেন। গত ১৪ জানুয়ারী মঙ্গলবার বিকেলে মিছিল শেষে এক বিক্ষোভ সমাবেশে তারা বলেন, বিএনপি নেতাকর্মীদের অবমূল্যায়নের নীল নকশা বাস্তবায়নের অপচেষ্টা চলছে। অন্যদিকে যারা বিগত আওয়ামী লীগ সরকার আমলে হামলা, মামলা ও নির্যাতন জেল জুলুমের শিকার হয়েছিলেন তাদের বাদ দিয়ে সন্মেলনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। দলের শীর্ষ নেতাদের এ সম্মেলন বন্ধ করতে হবে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সদস্য আবু জাফর, জেলা বিএনপি নেতা ফিরোজ আহমেদ, রাউজান পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মো. মঞ্জুরুল হক প্রমুখ।বি, এন,পির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বি, এন,পি নেতা কর্মীদের সম্মেলন বন্দ্বের দাবী প্রসঙ্গে চট্টগ্রাম উত্তর জেলা বি, এন,পির আহবায়ক সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খোন্দকারের অনুসারী রাউজান উপজেলা বি, এন,পির সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরীর কাছে জানতে চাইলে, তিনি বলেন, বি, এন,পি”র কেন্দ্রীয় কমিটির সিদ্বান্ত অনুসারে আগামী ১৮ জানুয়ারী শনিবার রাউজান উপজেলা বি,এন,পির সম্মেলন অনুষ্টিত হবে । সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ্ব উপস্থিত থাকবেন । সম্মেলন সফল করতে রাউজান উপজেলা ও রাউজান পৌরসভা বি,এনপির নেতৃবৃন্দ কাজ করছেন । সম্মেলন বানচাল করার কেউ চেষ্টা করলে, তা সাংগঠনিক ভাবে মোকাবেলা করা হবে ।


