জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, শেখ হাসিনা অবৈধভাবে দীর্ঘ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং তাকে তার অপরাধের জন্য বিচারের মুখোমুখি করা হবে। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যাসহ বহু অপরাধে জড়িত।
শনিবার (১৮ জানুয়ারি) রাত ১১টায় কক্সবাজারের উখিয়ার উত্তর পুকুরিয়ায় এক তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ শাহজাহান বলেন, শেখ হাসিনার সরকার গণতন্ত্র, ন্যায়বিচার এবং নাগরিক অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তিনি দাবি করেন, শেখ পরিবারের ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। শেখ হাসিনাকে “খুনের মাস্টারমাইন্ড” আখ্যা দিয়ে তিনি বলেন, বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্রে রূপান্তর করতে হবে, যা মদিনার ইসলামী রাষ্ট্রের আদলে পরিচালিত হবে।
তিনি আরও বলেন, “বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ, আর কোনো স্বৈরাচার ক্ষমতায় ফিরে আসতে পারবে না। সাড়ে পনেরো বছর ধরে শেখ হাসিনার নির্যাতন সত্ত্বেও আলেম ও দেশপ্রেমিকরা দেশ ছেড়ে পালায়নি।”
মুহাম্মদ শাহজাহান দেশের ভবিষ্যৎ গঠনের জন্য জাতীয় ঐক্যের আহ্বান জানান এবং আল্লাহর আইনের ভিত্তিতে ন্যায়বিচার প্রতিষ্ঠার কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজাপালং এমদাদুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এম আবুল হাসান আলী। এছাড়াও বক্তব্য রাখেন উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান সোলতান মাহমুদ চৌধুরী এবং রাজাপালং ইউনিয়ন পরিষদের সদস্য হেলাল উদ্দিন।