মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): সারাদেশের ন্যায় বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে রাঙামাটির কাপ্তাইয়ে শুরু হয়েছে এসএসসি ও দাখিল পরীক্ষা।
উপজেলার ৪টি কেন্দ্রে এসএসসি ও দাখিলে মোট ১০৬২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান।
তিনি বলেন, কেন্দ্র গুলোর মধ্যে নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৮৩ জন, কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৯৪, বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৮৭ জন পরীক্ষার্থী এবং দাখিল পরীক্ষায় কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসা কেন্দ্রে ৯৮ জন সহ মোট ১০৬২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
এদিকে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন ওইদিন উপজেলার কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, এসএসসি এবং দাখিল পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পাদন হয় সেজন্য পরীক্ষা কেন্দ্রের আশেপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আমি অভিভাবক এবং সকলের সহযোগিতা চাই।


