চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ট্রাকের ধাক্কায় আব্দুল হালিম (৭০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আব্দুল হালিম উপজেলার বাঁশবাড়িয়া চৌধুরী বাড়ির বাসিন্দা। তার বাবার নাম মনির আহমেদ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, সীতাকুণ্ড থেকে গুরুতর আহত আব্দুল হালিমকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।