বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিজাতীয় অপসংস্কৃতি কে পদদলিত করে দেশীয় সংস্কৃতি ও সংখ্যাঘনিষ্ঠ মানুষের চেতনা বোধকে সামনে রেখে জাতি নতুন প্রেরণায় পহেলা বৈশাখ পালন করবে।
চট্টগ্রাম মহানগর বিএনপি আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সদস্য সচিব নাজিমুর রহমান, যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, মোঃ হারুন জামান, শাহ্ আলম, নিয়াজ মোহাম্মদ খান, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজব খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, শিহাবদ্দিন মুবিন প্রমুখ।
প্রধান অতিথি ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের নিজস্ব সংস্কৃতির ভিত্তিকে শক্তিশালী করতে হবে, পতিত শেখ হাসিনার সরকার ভিন দেশীয় সংস্কৃতি জাতির উপর চাপিয়ে দিয়েছিল বর্তমানে আমাদেরকে তাহা থেকে মুক্ত হতে হবে। সভাপতির বক্তব্যে আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেন, হাইজ্যাক হয়ে যাওয়া আমাদের নিজস্ব সংস্কৃতিকে উদ্ধার করে বাংলাদেশী জাতীয়তাবাদের বিকাশ ঘটাতে পারি। সদস্য সচিব নাজিবুর রহমান বলেন বাংলাদেশের সংস্কৃতি সমৃদ্ধশালী, ষড়যন্ত্র করে বিগত সরকার তাহা বিকাশ হতে দেয় নাই।