কক্সবাজারের উখিয়ায় কালো ধোয়া ও দূষিত পরিবেশ থেকে বাঁচতে ইট ভাটা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১১ এপ্রিল) বিকেলে সচেতন এলাকাবাসীর উদ্যোগে উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের খেওয়াছড়িতে এটির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পরিবেশ অধিদপ্তরের আইন অমান্য করে গ্রামীণ লোকালয়ে অবৈধভাবে কয়েকটি ইটের গড়ে তোলা হয়। এসব ইটের ভাটার নিগৃত কালো ধোয়ার কারণে পরিবেশ দূষিত হয়ে উঠেছে। বিষাক্ত ধোয়ার কারণে ফলজ গাছ ও কৃষি জমিতে ফলন উৎপাদনে মারাত্মক নীতিবাচক প্রভাব পড়েছে। পাহাড় কতর্ন ও ডাম্পার যোগে যত্রতত্রভাবে মাটি পরিবহনের কারণে ধোলাবালিতে জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে।
বিশেষ করে দূষিত পরিবেশের কারণে স্কুলের কোমলমতি ছাত্রছাত্রীরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। অবিলম্বে গ্রামের অভ্যন্তরে গড়ে ওঠা এসব অবৈধ ইটের ভাটা বন্ধের দাবি জানান তার।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মাস্টার ইউনুস, রেজাউল করিম, গিয়াস উদ্দিন ও আতাউল হক।
উল্লেখ্য,উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের খেওয়াছড়ি গ্রামে এমআরসি ও এবিপি সহ কয়েকটি ইটের ভাটা রয়েছে।