চট্টগ্রামের মিরসরাইয়ে গাছ কাটা নিয়ে মারামারির ঘটনায় উভয় পক্ষের ৩ জন আহত হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার মিরসরাই সদর ইউনিয়ন তালবাড়িয়া গ্রামের আব্দর রহমান ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য শামীমা আক্তার সাথি (৩৫), তার স্বামী ব্যবসায়ী আবু আহমদ (৫৫) ও শিক্ষক মো. সালাউদ্দিন (৩৭)। আহেতদের মধ্যে আবু আহমদ অবস্থা গুরুত্বর হওয়ায় চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
জানা গেছে, শামীমা আক্তার সাথি ও শিক্ষক সালাউদ্দিনের সাথে দীর্ঘদিন জায়গা সংক্রান্ত বিরোধ রয়েছে। স্থানীয় ভাবে কয়েক দফা বৈঠক হয়। শনিবার সকালে গাছ কাটা উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
এবিষয়ে শিক্ষক সালাউদ্দিন বলেন, ‘তার চলাচলের জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি করার সময়, বাধাঁ দেওয়ায় তার উপর অতর্কিত হামলা চালায় মহিলা ইউপি সদস্য ও তার পরিবারের লোক জন। এতে সেই অজ্ঞান হয়ে পড়ে। পরে পরিবার লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।’
তবে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শামীমা আক্তার সাথি জানান, শিক্ষক সালাউদ্দিন দীর্ঘদিন তার পরিবার ও স্বামীকে হুমকি দিচ্ছে। সকালে বাড়িতে গাছ কাটার সময়, শিক্ষক সালাউদ্দিনের পরিবার তাদের উপর হামলা চালায়। এতে তার স্বামী (আবু আহমদকে) মারাত্মক ভাবে কুঁপিয়ে জখম করে। পরে এলাকাবাসীর সহযোগীতা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেলে, চিকিৎসকরা মাথায় ৬ সেলাই দিয়ে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিয়া জানান, মারামারির ঘটনায় সকালে কয়েকজন চিকিৎসা নিয়েছে। আবু আহমদ নামের একজনের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, মারামারির ঘটনার কথা শুনে দ্রুত ঘটনাস্থলে পুলিশের টিম পাঠায়। তদন্তকরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।