শফিউল আলম, রাউজানঃবিশ্ব অলী শাহান শাহ জিয়াউল হক মাইজভান্ডারীর প্রথমা কন্যা, রাহেবারে আলম সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভানডারীর বড় বোন, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরীর সহধর্মীনী সৈয়দা জেবুন নাহার বেগম ১১ অক্টোবর শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরীর বাসভবনে ইন্তেকাল করেন্ । (ইন্না লিল্লাাহে ওয়া ইন্না এলাহি রাজেউন) মরহুমা সৈয়দা জেবুন নাহারের প্রথম জানাজার নামাজ বাদে মাগরিব চট্টগ্রাম নগরীর লাল খান বাজারস্থ সিদ্দিকিয়া জামে মসজিদ মাঠে অনুষ্টিত হয় ।
পরে রাত দশটার সময়ে মাইভান্ডার দরবার শরীফে ২য় জানাজার নামাজ অনুষ্টিত হয় । সৈয়দা জেবুন নাহারের মৃত্যুতে গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীল রাহেবারে আলম সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভানডারী, সহ মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ এর কর্মকর্তা, সদস্য, দেশের বিভিন্ন এলাকা সহ বহিবিশ্বে মাইজভান্ডারী গাউসিয়া হকজ কমিটি শাখা সংগঠনের নেতৃবৃন্দ্ব শোক প্রকাশ করেন ।
মরহুমা সৈয়দা জেবুন্ নাহারের মৃত্যুতে মাইজভান্ডার দরবার শরীফ সহ হাজার হাজার আশেক ভক্তরা শোকাহত হয়ে পড়েন ।


