নিজস্ব প্রতিবেদক::: আগামী ৩ মে (বুধবার) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হতে যাচ্ছে ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলোজি চিটাগাং (USTC) এর ৫ম সমাবর্তন।
২৯ মে শনিবার ইউএসটিসির সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলোজি কর্তৃপক্ষ জনান ৪র্থ সমাবর্তন-এর পর থেকে প্রায় ৮,৯৭৫ (আট হাজার নয় শত পঁচাত্তর) জনেরও অধিক দেশী-বিদেশী (বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভারত, ভুটান, মালদ্বীপ, সৌদি-আরব, সংযুক্ত আরব-আমিরাত, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ অনেক দেশ থেকে আগত) স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী উত্তীর্ণবর্গ ৩ মে (বুধবার) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য ৫ম সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করবে । সরকার সর্বিক ভাবে ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলোজিকে সহযোগীতা দিয়ে যাচ্ছে। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এরই মধ্য থেকে প্রায় ৮৪ জন শিক্ষার্থীকে ৪ ক্যাটাগরিতে এওয়ার্ড প্রদান করা হবে। এওয়ার্ডগুলো হল চ্যান্সেলর গোল্ড মেডেল এওয়ার্ড, ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল এওয়ার্ড, জাতীয় অধ্যাপক (ডা.) নুরুল ইসলাম গোল্ড মেডেল এওয়ার্ড, ডীন’স মেডেল এওয়ার্ড
সমাবর্তনে সভাপতিত্ব ও ডিগ্রী প্রদানের জন্য উপস্থিত থাকবেন, চ্যান্সেলর রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এর মনোনীত প্রতিনিধি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরি, এমপি। সমাবর্তন বক্তব্য দেবেন মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি মালয়েশিয়া (MMU) এর প্রেসিডেন্ট প্রফেসর দাতো ড. মাজলিহাম মোঃ সুউদ। উপস্থিত থাকবেন, বাংলাদেশ এক্রেডিটেশন কাউন্সিল (BAC) এর চেয়ারম্যান প্রফেসর ড. মেজবাহউদ্দিন আহমেদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (UGC) থেকে সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেইন এবং প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ।
১৯৮৯ সালের ১৩ মে থেকে প্রথম সূচনা করে USTC। তখন থেকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং অর্থনীতিতে ভূমিকা রাখার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান-টি। ফ্যাকাল্টি অব বেসিক মেডিকেল এন্ড ফার্মাসিউটিক্যাল সায়েন্স, মেডিসিন, বায়োটেকনোলজি এবং লাইফ সায়েন্স, বিজনেস স্টাডিজ এবং হিউম্যানিটিজ, ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি শিক্ষার ক্ষেত্রে ৩০ বছরের অধিক একাডেমিক শ্রেষ্ঠত্বসহ চট্টগ্রামের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় এই ইউএসটিসি বৃহত্তর প্রেক্ষাপটে দেশের অর্থনীতি ও জাতির উন্নয়নে এক অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে।
আগামী ৩ মে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিতব্য USTC-এর ৫ম সমাবর্তনে দেখা মিলবে- গ্র্যাজুয়েট, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং উপস্থিত সকল অতিথির এক মহা-সম্মেলন। উল্লেখ্য যে বিগত ১০ জুলাই ২০০০ খ্রি., ২ মার্চ ২০০২খ্রি., ২১ জুন ২০০৭ খ্রি. এবং ২৯ জুন ২০১১ খ্রি, তারিখে ইউএসটিসি’র আরও ৪টি সমাবর্তন অনুষ্ঠিত হয়।