হাটহাজারী অফিসার্স ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর কার্যকরী সংসদ ২০২৩-২০২৫ গঠিত হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত সাধারণ সভা ও কাউন্সিলে গঠিত কমিটির নব-নির্বাচিত সদস্যদের ২৯ এপ্রিল ২০২৩ সকাল ১০ টায় চবি চাকসু কেন্দ্রে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে হাটহাজারী অফিসার্স ফোরামের নব-নির্বাচিত কার্যকরী কমিটির সন্মানিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার চবি চাকসু কেন্দ্রের ডেপুটি রেজিস্ট্রার জাকির হোসেন। ফোরামের কার্যকরি সংসদের নবনির্বাচিত সদস্যরা হলেন- চবির চীফ মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ আবু তৈয়ব সভাপতি, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবু তাহের চৌধুরী সহ-সভাপতি, উপ-হিসাব নিয়ামক মাসুদুল ইসলাম চৌধুরী সাধারণ সম্পাদক, উপ-রেজিস্ট্রার মো. সাইফুল আবেদীন সহ-সাধারণ সম্পাদক, সেকশন অফিসার মোহাম্মদ রাশেদ চৌধুরী অর্থ সম্পাদক, সেকশন অফিসার মো. মুশফিক উর রহমান সাংগঠনিক সম্পাদক, উপ-রেজিস্ট্রার মোহাম্মদ হোসেন গণসংযোগ, তথ্য ও প্রযুক্তি প্রচার বিষয়ক সম্পাদক, সেকশন অফিসার মূহ সালাহ্ উদ্দিন টিটু সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক, সহকারী রেজিস্টার মোঃ রুবেল সমাজকল্যাণ পাঠাগার ও আপ্যায়ন সম্পাদক, সেকশন অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসাইন দপ্তর সম্পাদক,
কার্যনির্বাহী সদস্যরা হলেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ সোহরাওয়ার্দী, উপ-রেজিস্ট্রার আবদুর ছবুর, উপ-রেজিস্ট্রার শওকত আরা পারভীন, উপ-রেজিস্ট্রার
মো: সাইফুর রহমান (সাগর), সহকারী প্রকৌশলী (সিভিল) আনন্দ চন্দ্ৰ নাথ।
উল্লেখ্য, হাটহাজারী অফিসার্স ফোরাম গঠনে প্রধান নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন উপ-রেজিস্ট্রার জাকের আহমদ এবং নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন উপ-হিসাব নিয়ামক ইফতেখার উদ্দীন মো. আলমগীর, উপ-রেজিস্টার মো. ওসমান চৌধুরী, উপ-রেজিস্ট্রার মো. ইসকান্দর সিরাজ।
শপথ অনুষ্ঠানে ফোরামের সন্মানিত সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।