দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কাকে চেপে ধরেছিলেন নাহিদা আক্তার, ফাহিমা খাতুনরা। টাইগ্রেস বোলারদের নৈপুণ্যে দলীয় সংগ্রহ দেড়শ’ ছুঁতেই ৬ উইকেট হারায় লঙ্কানরা। স্বাগতিকদের অল্প রানে গুটিয়ে দেয়ার সম্ভাবনা জাগানো নিগার সুলতানা জ্যোতির দল আত্মসমপর্ণ করে বৃষ্টির কাছে। শেষতক বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেটি পরিত্যক্ত হয়।
আজ কলম্বোর পি সারা ওভালে ৩৬.৪ ওভারে ৬ উইকটে হারিয়ে ১৫২ রান করে শ্রীলঙ্কা। এরপর বৃষ্টির কারণে ম্যাচ পুনরায় শুরু হয়নি। ফলে উইমেনস চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত ম্যাচ থেকে ১টি করে পয়েন্ট পায় দুই দল।
চ্যাম্পিয়নশিপে এ নিয়ে বাংলাদেশের টানা তৃতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলো। গত ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে বৃষ্টি বিঘ্নিত শেষ দুই ওয়ানডেতে ১টি করে পয়েন্ট পেয়েছিল টাইগ্রেসরা। চার ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপ টেবিলের সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশ। সাত ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ঠিক পরের স্থানে শ্রীলঙ্কা। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত নারী ক্রিকেট দল।
দুইয়ে থাকা পাকিস্তানের পয়েন্ট ১০।