এসএসসি ও সমমান পরীক্ষার শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ এবং শুভেচ্ছা জানিয়েছে নগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মিঠু। ২৯ শে এপ্রিল সন্ধ্যায় নগরীর বিভিন্ন বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার দেওয়া হয়।বিতরণ করা শিক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে পরীক্ষার রুটিন, ফাইল, কাঠ পেন্সিল, কলম, ইরেজার, কাটার ও স্কেল।
এই সময় আরিফুর রহমান মিঠু বলেন,”শিক্ষা জাতির মেরুদণ্ড।ভালাে শিক্ষা গ্রহণের মাধ্যমে দেশ তথা সমাজের উন্নয়নের পথযাত্রী হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। সুন্দর, আদর্শ সমাজ বিনির্মাণে শিক্ষার কোন বিকল্প নেই।শিক্ষা, ঐক্য ও প্রগতির ধারক ও বাহক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সবসময় শিক্ষার্থীদের অধিকার আদায় ও আদর্শ জীবন গঠনে সর্বদা কাজ করে যাচ্ছে।ছাত্রদল সব সময় শিক্ষার্থীদের পাশে ছিল। বর্তমানেও রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।সবশেষে তিনি পরীক্ষার্থীদের সাফল্য কামনা করেন।”
এই সময় আরো উপস্থিত ছিলেন, নগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইদুল আলম, শেখ মেহেদী, মোহাম্মদ আসিফ রহমান প্রমুখ।