নীতিশ কুমার, মমতা বন্দোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়ালরা যতই চেষ্টা করুন, বিজেপিবিরোধী ঐক্য যেন কিছুতেই দানা বাঁধছে না। বিরোধীদের বয়কট এর ডাক সত্ত্বেও ভারতের তিন বিজেপিবিরোধী দল রবিবার মোদির নেতৃত্বে সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিচ্ছে। ওড়িশার বিজু জনতা দলের নবীন পটনায়ক এবং অন্ধ্রর ওয়াই এস আর কংগ্রেসের জগন মোহন রেড্ডি আগেই জানিয়ে দিয়েছিলেন যে তাঁরা নতুন সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেবেন। বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার সকালে বহুজন সমাজ পার্টির মায়াবতী, জনতা দল এস এর কর্ণধার দেবেগৌড়া এবং তেলেগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু জানিয়ে দিলেন যে তাঁরা উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেবেন। মায়াবতী পার্টির মিটিং থাকায় দিল্লি যেতে পারছেন না। কিন্তু দেবেগৌড়া ও চন্দ্রবাবু নাইডু ব্যক্তিগতভাবে অনুষ্ঠানে অংশ নেবেন। দেবেগৌড়া বলেছেন, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে তাঁর নৈতিক দায়িত্ব আছে অনুষ্ঠানে উপস্থিত থাকার। তাছাড়া জনতা দল এস এর নেতা মনে করেন, সংসদ ভবন বিজেপির একার সম্পদ নয়। সব রাজনৈতিক দলের অধিকার আছে সংসদ ভবনের ওপর। কুড়িটি বিজেপিবিরোধী রাজনৈতিক দল রবিবারে অনুষ্ঠানে অংশ নিচ্ছে না, কিন্তু বিজেপিবিরোধী জোটে যে সাময়িক একটা ফাটল ধরলো তা বলাই বাহুল্য।
বিরোধী ঐক্যে ফাটল, সংসদের উদ্বোধন অনুষ্ঠানে আরও তিন বিরোধী দল

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন