মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:: চট্টগ্রামের মিরসরাইয়ে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশু সহ অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার ( ২৩ ডিসেম্বর) উপজেলার ধুম ইউনিয়নের নাহেরপুর বাংলা বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত পালাক্রমে কুকুরের আক্রমনে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। আহতরা হলেন নিহার বালা দাশ (৫৫), ফেয়ারা বেগম (৫৬), আফনান বিন আয়ান (৩), জাবেদুল ইসলাম (১০), জান্নাতুল ফেরদাউস (২৩), আসলাম খান (১২) ও আফরোজ জেরিন (৭)। অন্য তিনজনের পরিচয় পাওয়া যায়নি। আহতদের মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ধুম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য মারুফ হাসান বলেন, শনিবার সকাল থেকে হটাৎ করে আমার ওয়ার্ড ও ৮ নং ওয়ার্ড এলাকায় পাগলা কুকুরের কামড়ে অন্তত ১০জন নারী-শিশু আহত হয়েছে। কুকুরের আক্রমনে পুরো এলাকায় মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। অনেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ বলেন, ধুম ইউনিয়নে কুকুরের কামড়ে কয়েকজন আহত হওয়ার বিষয়টি একজন আমাকে জানিয়েছেন। আমি তাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছি এবং কুকুরটিকে না মেরে অন্যত্র তাড়িয়ে দেওয়ার জন্য বলেছি। মিরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন জানান, কুকুরের কামড়ে আহত হয়ে ৫জন হাসপাতালে প্রাথমিক চিকৎসা নিয়েছেন। তাদের সবাইকে ভ্যাকসিন দেওয়া দেওয়া হয়। শারীরিক অবস্থা গুরুত্বর না হওয়ায় আহত সবাই বাড়ি ফিরে গেছেন।
মিরসরাইয়ে কুকুরের কামড়ে নারী-শিশুসহ ১০জন আহত
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন