মিরসরাই প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মহবুব উর রহমান রুহেলের নৌকা প্রতিকের সমর্থনে পৃথক গণজমায়েত ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৩০ ডিসেম্বর) বিকেল ৪টায় জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত গণজমায়েতে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বড় ছেলে সাবেদ উর রহমান সুমু। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়ার সঞ্চালনায় ও জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্যামল দেওয়ানজীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এরাদুল হক নিজামী ভুট্টু, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ রেজাউল করিম মাষ্টার, উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন দিদার, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু তাহের, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু। সন্ধ্যা ৭টায় উপজেলার বড়তাকিয়া বাজারে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগর সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান। উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন খৈয়াছড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজুল হক জুনু। রাত ৮টায় উপজেলার মায়ানী বড়–য়া পাড়ায় মায়ানী ইউনিয়নের চেয়ারম্যান কবির আহম্মদ নিজামীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবুল হোসেন বাবুলসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক, স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ। বক্তারা আগামী ৭ জানুয়ারি আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মাহবুব উর রহমান রুহেলকে নৌকা প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য ভোটারদের আহবান জানান।
মিরসরাইয়ে নৌকার সমর্থনে পৃথক গণজমায়েত ও মিছিল
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন