বড়দিঘিরপাড়ে গণসংযোগকালে প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের সভাপতি ও চট্টগ্রাম -৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ভিপি নাজিম
প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের সভাপতি ও চট্টগ্রাম -৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ভিপি মো. নাজিম উদ্দীন বলেছেন, চট্টগ্রাম-নাজিরহাট রেললাইনটি ব্রিটিশ আমলে করা। কিন্তু ১৫ বছরে এই রেললাইনের কোনো উন্নয়ন হয়নি। এই রুটে ট্রেনের ব্যাপক চাহিদা রয়েছে। কারণ অফিস আদালতে চাকরি করার জন্য অনেক হাটহাজারীবাসী নিয়মিত ট্রেন ব্যবহার করে। কিন্তু বর্তমানে এক জোড়া ট্রেন চলাচল করে। যা যাত্রীদের জন্য অপর্যাপ্ত। আমি সংসদ সদস্য নির্বাচিত হলে অতিরিক্ত আরো দুই জোড়া ট্রেনের ব্যবস্থা করবো।
শনিবার (৩০ ডিসেম্বর) বিকালে হাটহাজারী উপজেলার বড়দিঘিরপাড়, খিল্লাপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি একথা বলেন। বড়দিঘির পাড় ও আশে পাশের এলাকায় গণসংযোগ করতে এলে সাধারণ মানুষের ঢল নামে। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ নানা অভিযোগ তুলে ধরেন এবং গত ১৫ বছরের বঞ্চনা ও অবহেলার কথা তুলে ধরেন ভিপি নাজিমকে।
ভিপি নাজিম বলেন, পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড়ে নতুন স্থলবন্দর গড়ে উঠেছে। এই স্থলবন্দর যাওয়ার সহজ পথ হচ্ছে হাটহাজারী-ফটিকছড়ি মহাসড়ক। এই সড়ক আরো সম্প্রসারণ করা প্রয়োজন। ট্রেন ব্যবস্থাকে হাটহাজারী থেকে রামগড় পর্যন্ত সম্প্রসারণের উদ্যোগ নিব। যেহেতু চট্টগ্রাম বন্দর থেকে পণ্যবাহী গাড়ি হাটহাজারীর উপর দিয়ে স্থলবন্দর হয়ে ভারত যাবে সে হিসেবে হাটহাজারী বড় ট্রানজিট হতে পারে। তাউ এখানে শিল্পকারাখানা সহ নানা কিছু করা সম্ভব। এর ফলে হাটহাজারীবাসী উপকৃত হবে এবং নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে।
এ সময় খিল্লাপাড়া মসজিদ কমিটি’র সভাপতি মো. সেকান্দর, মো. ইলিয়াস, মো. নূরনবী, মো. বেলাল, জহির, কুদ্দুসসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।