আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৯ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম ১০ আসনে মহিউদ্দিন বাচ্চুর সমর্থনে গণসংযোগ ও প্রচারণা করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মনোয়ার হোসেন।
এসময় তিনি বলেন, ” আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চু ও ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী বঙ্গবন্ধুর কন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আর স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকার প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করুন”।
গণসংযোগটি ট্রাক মোটরসাইকেল শোভাযাত্রায় মুরাদপুর মোড় হয়ে ২ নং গেইট, জিইসির মোড়, ওয়াসার মোড়, লালখান বাজার, কাজীর ডেউড়ি, চকবাজার হয়ে বহদ্দারহাটে সমাপ্ত হয়।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা এম. এ. মনসুর আলম, গোলাম রসুল মান্নান, মোহাম্মদ নূর, এডভোকেট আসাদুজামান, মোহাম্মদ সিফাতুল হক নিরব, নারী নেত্রী মেহেরুন নিপা, বঙ্গবন্ধু প্রজণ্ম লীগের নগর সভাপতি হাসান মুরাদ, ফাতেমা আকতার ডলি, শারমিন আকতার, লাকী আকতার, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইশতিয়াক আলী ওয়াসীফ, মাহীম তসলিম, শুভ দাশ, মুহাম্মদ মিনহাজ ও তানভীর প্রমূখ।