শফিউল আলম,রাউজানঃ রাউজানের দক্ষিন হিংগলা হযরত আবদুস সোবাহান শাহ (রাঃ) এর বার্ষিক ওরশ শরীফ গত ৯ মার্চ শনিবার অনুষ্টিত হয় । ওরশ শরীফ উপলক্ষে খতমে কোরআন, মিলাদ মাহফিলের আয়োজন করা হয় । ওরশ শরীফে উপস্থিত ছিলেন চেয়ারম্যান আবদুর রহামান চৌধুরী, আওয়ামী লীগ নেতা সাহাবু উদ্দিন চৌধুরী সাবু, আবু জাফর, সাবের উদ্দিন, মেম্বার ওবাইদুল হক চৌধুরী, মুক্তিযোদ্বা শফিকুল আলম তালুকদার, নাসির উদ্দিন, কাজী আসলাম, আসালাম সিকদার, মাছুম সিকদার, আনোয়ার সওদাগর, সেলিম উদ্দিন প্রমুখ । মিলাদ মাহফিলে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন আল্লামা আবু তৈয়ব আনসারী, আল্লামা হফেজ রুহুল আমিন, আল্লমা শফিকুল আলম । ওরশ শরীফে দেশ জতির কল্যান কামনা করে মোনাজাত করার পর তবরুক বিতরন করা হয় ।
অীাবদুস সোবাহান শাহ (রাঃ) এর বার্ষিক ওরশ শরীফ
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন