মোঃ নজরুল ইসলসম লাভলু, কাপ্তাই (রাঙামাটি)।
তীব্র গরমে একটু প্রশান্তি দিতে পথচারী, গাড়ির চালক, ক্রেতা, বিক্রেতা সহ সাধারন জনগণের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করছে বাংলাদেশ গাউছিয়া কমিটি কাপ্তাই উপজেলা শাখার সদস্যরা। বুধবার (১ মে) কাপ্তাই উপজেলার সদর বড়ইছড়িতে গাউছিয়া কমিটির কাপ্তাই উপজেলা শাখার প্রতিনিধি মোঃ জলিলের নেতৃত্বে কয়েকজন সদস্য এই শরবত বিতরণ করেন।
এসময় স্থানীয় পথচারী, গাড়ি চালক, বাজারে আগত ক্রেতা, বিক্রেতা এবং সাধারন জনগণ শরবত খাওয়ার পাশাপাশি সংগঠনটির সদস্যদের এই কার্যক্রমের প্রশংসা করেছেন।
গাড়ি চালক মোঃ করিম, সুবল দাশ সহ কয়েকজন জানান, তীব্র গরমে গাড়ি চালাতে খুবই কষ্ট হয়। এই কষ্টের মাঝে ঠান্ডা শরবত পান করে খুব ভালো লাগছে। বড়ইছড়ি বাজারে সবজি বিক্রয় করতে আসা সাচিং মারমা, ঝর্ণা তঞ্চঙ্গ্যা সহ একাধিক ব্যক্তি জানায়, ঠান্ডা শরবত খেয়ে খুব ভালো লাগছে। প্রচন্ড গরমে খুব স্বস্তি পাচ্ছি। আমরা এজন্য গাউছিয়া কমিটির সদস্যদের ধন্যবাদ জানাই।
তীব্র গরমে কাপ্তাইয়ে গাউছিয়া কমিটির শরবত বিতরণ
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন