খাগড়াছড়ির মানিকছড়িতে চাঁদা আদায় করার সময় একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত যুবকের নাম আতুশি মারমা।
আজ বুধবার (১১সেপ্টেম্বর) দুপুর ১টার পরে উপজেলার পূর্ব মহামুনি পাড়ায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা স্বীকার করে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইকবাল উদ্দিন বলেন, মুহামনি এলাকায় দুপুরে আতুশি মারমাসহ ০৩ জন চাঁদা দাবি করেন। স্থানীয়র চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা অস্ত্র দেখিয়ে হুমকি দেয়।
এ সময় স্থানীয়রা একজনকে আটক করে পুলিশকে খবর দেয়। বাকি দুজন এসময় পালিয়ে যায়। এসময় একটি দেশীয় এলজি, বাটন মোবাইল,নোট বুক, চাঁদা আদায়ের রশিদ বই ,সংগঠনের বই, ম্যানি বাগ ও জাতীয় পরিচয় পত্র জব্দ করে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।
আটককৃত আতুশি মারমা পাহাড়ি ছাত্র পরিষদের নেতা বলে জানায় পুলিশ।