চট্টগ্রাম মহানগরীর অলি গলিতে ব্যাটারী চালিত রিকশা চলাচলে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ বন্ধ করা, ব্যাটারী রিকসা লাইসেন্স প্রদান ও চালকদের ড্রাইভিং লাইসেন্স সহ ৮ দফা দাবী পূরণের লক্ষ্যে চট্টগ্রাম মহানগর ইজি বাইক ও ব্যাটারী চালিত রিকসা চালক-মালিক ঐক্য পরিষদের উদ্যোগে আজ বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১২ টায় চট্টগ্রাম ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রাকিব হাসান’র মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি নজরুল ইসলাম সরকার, টিটু মহাজন, সাধারণ সম্পাদক কবির হোসেন, কার্যকরী সভাপতি মোঃ আব্দুল হান্নান, সহ-সভাপতি মোঃ কালু, যুগ্ম সম্পাদক নুর আলম মুন্না, ওমর ফারুক, মোঃ আনোয়ার হোসেন, আব্দুল মান্নান জনি, মোঃ হানিফ, রাশেদুল ইসলাম সরকার, নয়ন দেব, এম এইচ শাহজাহান, রাজু বণিক, সুবর্ণা, মোঃ মিজান প্রমুখ নেতৃবৃন্দ।