মালয়েশিয়ায় কাজের বৈধ পারমিট না থাকায় চার অপ্রাপ্তবয়স্কসহ ৩৪ বাংলাদেশিকে আটক করেছে পেরাক লেবার ডিপার্টমেন্ট (জেটিকে) ও রয়্যাল মালয়েশিয়ান পুলিশ (পিডিআরএম)। এসময় নেপালের দুই নাগরিককেও আটক করা হয়েছে।
আজ বুধবার (১১ সেপ্টেম্বর) রাজ্যের ইপোহর তানজুং রামবুটানের কাছে একটি কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পেরাক জেটিকে’র পরিচালক মুহাম্মদ ফৌজি আবদুল গনি বলেন, গত এক মাসের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মোট ২২৪ জন বিদেশি শ্রমিকের কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর বৈধ পারমিট ও কাগজপত্র না থাকার অপরাধে ৩৪ জন বাংলাদেশি ও নেপালের দুই নাগরিককে আটক করা হয়েছে।
আটকৃতদের মধ্যে চার অপ্রাপ্তবয়স্ক শিশু রয়েছে, যাদের বয়স ১৪ থেকে ১৬ বছর। তাদের প্রত্যেকে ২০১৯ সাল থেকে কাজ করছেন বলে প্রাথমিক তদন্তে জানা যায়।
অপরাধগুলোর মধ্যে রয়েছে- বাসস্থানের সনদ না থাকা, মৌলিক সুযোগ-সুবিধা দিতে ব্যর্থ হওয়া, বৈধ কাগজপত্র ছাড়া বিদেশিদের নিয়োগ দেয়ার সন্দেহ, ১৪-১৬ বছর বয়সি শিশুদের নিয়োগ দেয়ার অভিযোগসহ কোম্পানির নাম পরিবর্তনের নোটিশ দিতে ব্যর্থ হওয়া।
ফৌজি আবদুল গনি আরও বলেন, এই অভিযানের ফলে শ্রমিকদের জন্য আবাসন এবং সুবিধার ন্যূনতম মানদণ্ড আইন ১৯৯০ (আইন ৪৪৬), মানব পাচারবিরোধী এবং অভিবাসীদের চোরাচালানবিরোধী আইন (এটিআইপিএসওএম) ২০০৭ (আইন ৬৭০), ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ কর্মসংস্থান আইন ১৯৫৫-এর মতো বেশ কয়েকটি আইন লঙ্ঘন করেছে।
দেশটিতে বসবাসরত বিদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে এবং যেসব নিয়োগকর্তা শ্রম আইন মেনে চলবেন না তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে।