জাহেদ কায়সার : চট্টগ্রাম বন্দরে ১৬ কোটি টাকা দামের মার্সিডিজ বেঞ্জ, ৫ কোটি টাকা দামের ল্যান্ড ক্রুজার দু’টি বিলাসবহুল গাড়ি, কোটি টাকা মূল্যের ডেনিম ফেব্রিক্স, ফ্লোর টাইলস সহ ৫০টি আইটেমের পণ্য নিলামে বিক্রির জন্য তোলা হচ্ছে।
১৮ সেপ্টেম্বর বুধবার এসব পণ্য নিলামে বিক্রির জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চট্টগ্রাম কাস্টম হাউজের উপ-কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, বিভিন্ন সময় এসব পণ্য ব্যবসায়ীরা আমদানি করলেও বন্দর থেকে যথাসময়ে খালাস করেনি। এসব পণ্য বন্দরের জায়গা দখল করে আছে। তাই এগুলো বাজেয়াপ্ত করে নিলামের মাধ্যমে বিক্রি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কাস্টমস সুত্রে জানা যায় , দু’টি গাড়ি ছাড়াও নিলামে উঠবে এমন বাকি পণ্যের মধ্যে আছে- ফ্লোর টাইলস, ডেনিম ফেব্রিক্স, সোডিয়াম সালফেট, কটন, আম-আপেল ও আনারসের জুস ও পলিস্টার। এর মধ্যে ফ্লোর টাইলসের নিলামের ভিত্তিমূল্য ধরা হয়েছে এক কোটি ৪৩ লাখ টাকা, ডেনিম ফেব্রিক্সের এক কোটি ২৫ লাখ টাকা, সোডিয়াম সালফেটের ৯৯ লাখ টাকা, কটনের ৮৮ লাখ টাকা, জুস ৭২ লাখ টাকা এবং পলিস্টার ৯৩ লাখ টাকা। দুটি গাড়ির মধ্যে মার্সিডিজ বেঞ্জের নিলামের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১৬ কোটি ১০ লাখ টাকা ও ল্যান্ড ক্রুজারের ৫ কোটি ১৭ লাখ টাকা।
জানা যায় , মার্সিডিজ বেঞ্জটি ঢাকার বারিধারার গাড়ি বিপণনকারী একটি প্রতিষ্ঠানের নামে আমদানি করা। আর ল্যান্ড ক্রুজারটি আমদানি করেছিলেন কুমিল্লা-৭ আসনের সাবেক সংসদ সদস্য আলী আশরাফ। তিনি ২০২১ সালের ৩০ জুলাই মারা যান।
চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক জানিয়েছেন, দু’টি গাড়ি সহ ৫০ আইটেমের পণ্য আমদানিকারকরা যথাসময়ে ছাড় না করায় দীর্ঘদিন ধরে বন্দরের বিভিন্ন ইয়ার্ডে পড়ে থাকার কারণে বন্দরে স্থান সংকট তৈরি হয়েছে , সেসব পণ্য নিলামে বিক্রির জন্য ইতিমধ্যে কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।