সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রভাষক ও সাবেক কৃতি শিক্ষার্থী প্রয়াত মোহাম্মদ লিয়াকত আলী স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল বিশ্ববিদ্যালয়ের হল রুমে গতকাল মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। শোক সভায় উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান, রেজিস্ট্রার এ.এফ এম মোদাচ্ছের আলী, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. শওকতুল মেহের, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক প্রকৌশলী ড. মোজাম্মেল হক, ইইই বিভাগের শিক্ষক অধ্যাপক প্রকৌশলী আশুতোষ নাথ, বিভিন্ন বিভাগের প্রধানগণ, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শোক সভা উপলক্ষে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলসহ বিশেষ আলোচনা সভা আয়োজন করে বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষ।
শোক সভায় বক্তারা বলেন, মোহাম্মদ লিয়াকত আলীর মৃত্যু সাউদার্ন ইউনিভার্সিটির জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর আকস্মিক মৃত্যুতে আমরা সবাই শোকাহত এবং প্রতিষ্ঠান একজন তরুণ মেধাবী দায়িত্ববান ব্যক্তিকে হারালো। গুণী শিক্ষক ও কৃতি শিক্ষার্থী হিসেবে আমাদের মাঝে তিনি আজীবন স্মরণীয় হয়ে থাকবেন শ্রদ্ধা ও ভালোবাসায়। এসময় উপস্থিত সবাই মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
পরে প্রয়াত মোহাম্মদ লিয়াকত আলীর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন ইসলামিক শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক সাঈদ মুহাম্মদ জালাল উদ্দিন।