মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): কাপ্তাই উপজেলাধীন রাইখালী ইউনিয়নের দুর্গম হাফছড়ি মুখ পাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পাইসাউ মারমার পাশে দাঁড়িয়েছে কাপ্তাই সেনা জোন। ঘর নির্মানের জন্য সেনা জোন তাকে দুই বান্ডিল ঢেউটিন প্রদান করেছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) সেনা বাহিনীর কাপ্তাই সেনা জোনের আওতাধীন রাইখালী সেনা ক্যাম্প কর্তৃক এই সহায়তা প্রদান করা হয়।
জানা গেছে, গত ২৮ অক্টোবর সন্ধ্যায় হাফছড়ি মুখ পাড়া এলাকায় বসবাসকারী পাইসাউ মারমার বসত ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। হতদরিদ্র পাউসাউ মারমার অসহায়ত্বের খবর জানতে পেরে কাপ্তাই সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল নুর উল্লাহ জুয়েল, পিএসসি’র দিক নির্দেশনায় ঘরটি পূর্ণ নির্মাণের জন্য জোনের পক্ষ থেকে এই সহায়তা করা হয়।