রাউজান থানার অস্ত্র মামলায় চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১১ নভেম্বর) চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সহিদুল ইসলামের আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক জাকের হোসাইন গণমাধ্যমকে বলেন, রাউজান থানার অস্ত্র মামলায় এবিএম ফজলে করিম চৌধুরীর ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত উভয়পক্ষের শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।