শফিউল আলম, রাউজান ঃ চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে কৃষি জমি ভরাটের মহোৎসব চলছে। উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর এলাকায় ব্যাপক হারে কৃষি জমি ভরাট করা হচ্ছে। চট্টগ্রাম-রাঙামাটি সড়কের উত্তর পার্শস্থ নতুন রাস্তা (নয়া রাস্তা) মাথা ও হক সাহেব সড়ক লাগোয়া আমন ধানের উপর মাটি ভরাট করা হচ্ছে। খবর নিয়ে জানা যায়, জনৈক আইয়ুব নামে এক ব্যক্তি ২০ শতক জায়গায় খুটি দিয়ে চিহ্নিত করে ভরাট কাজ শুরু করেছেন। কৃষি আইন অমান্য করে উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসকের অনুমতি ছাড়া বেআইনি ভাবে কৃষি জমি ভরাট করলেও প্রশাসনের হস্তক্ষেপ দেখা যাচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, রাউজান উপজেরা বিভিন্ন স্থানে পাহাড়-টিলা ভূমি, ফসলি জমির টপ চয়েল্ট কেটে কৃষিজমি ও পুকুর জলাশয় ভারট করা হচ্ছে। ছাত্র-জনতার আন্দোলনের পর দেশের পট পরিবর্তন হলে আইন অমান্য করে কৃষি জমি ভরাট বেড়েছে বলে জানিয়েছেন তিনি। এই প্রসঙ্গে জানতে চাইলে চাইলে আইয়ুব বলেন, আমি উপজেলা প্রশাসনের অনুমতি না নিয়ে মাটি ভরাট করছি। আমার জায়গা আমি ভরাট করছি অনুমতি কেন নিতে হবে। কৃষি জমি সুরক্ষা আইন সম্পর্কে তিনি কিছুই জানেনা বলে সাফ জানিয়ে দেন।
এই প্রসঙ্গে জানতে চাইলে রাউজান উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদুয়ানুল ইসলাম বলেন, কৃষি জমি ভরাট ও জমির শ্রেণী পরিবর্তন করতে পারে জেলা প্রশাসক। তবে এই কৃষি জমি ভরাটের বিষয়ে আমি অবগত নয়।