মোঃ নজরুল ইসলাম লাভলু,কাপ্তাই (রাঙামাটি): কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবি ওয়াগ্গা জোন কর্তৃক দূর্গম সীমান্তবর্তী কচুতলী টিওবি এলাকায় স্কুল নির্মাণ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) কচুতলী টিওবি কর্তৃক পুন্নমনিছড়া পাড়ায় ওই স্কুলঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন করা হয়।
জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্কুল ঘরটির শুভ উদ্বোধন করা হয়। স্কুলটি উদ্বোধন করে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন ক্যাম্প কমান্ডার সুবেদার মো.হাসান জাহিদ। এসময় স্থানীয় কার্বারী শান্তিময় চাকমার নিকট কচুতলী, জুরাছড়ির নিকট নির্মিত স্কুল ঘরটি হস্তান্তর করা হয়। এর আগে কাপ্তাই ওয়াগ্গাছড়া বিজিবি ৪১ ব্যাটালিয়ন কর্তৃক জুরাছড়ির দূর্গম সীমান্তবর্তী কচুতলী টিওবির আওতাধীন কাপ্তাই জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ তাজিলুর রহমান ভূঁইয়া ৩টি পাড়ার চাকমা সম্প্রদায়ের ৪৭টি পরিবারের ছেলেমেয়েদের পৃথক ভাবে এবং ৮টি তনচংগ্যা পরিবারের ছেলে মেয়েদের জন্য পৃথক স্কুল এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।
এসময় পাড়ার কারবারি, স্কুল শিক্ষক ও অভিভবকগন উপস্থিত ছিলেন।