শফিউল আলম, রাউজানঃ রাউজানের নোয়াপাড়ার সন্ত্রাসী জানে আলমকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তিনি উত্তর জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক।
গত ২ ডিসেম্বর (সোমবার) রাত ১০টার সময়ে চট্টগ্রাম নগরীর জামাল খান চেরাগী পাহাড় মোড় এলাকা থেকে তাকে যৌথবাহিনীর একটি দল গ্রেপ্তার করে বলে রাউজান থানা পুলিশ নিশ্চিত করেছে। গ্রেপ্তারকৃত আসামি নোয়াপাড়া ইউপির ৪ নম্বর ওয়ার্ডের গুহপাড়া হাকিম চৌকিদার বাড়ির আবদুল ছালামের পুত্র।এ প্রসঙ্গে রাউজান থানার সেকেন্ড অফিসার মো. আলমগীর বলেন ‘রাতে (সোমবার) আমাদের র্যাব-৭ জানিয়েছেন, যৌথ বাহিনী অভিযান চালিয়ে জানে আলম নামের এক আসামিকে নগরী থেকে আটক করেছে। পরে রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করে যৌথবাহিনীর সদস্যরা ।
আটক যুবদল নেতা জানে আলমের বিরুদ্বে রাউজান থানায় টি মামলা রয়েছে । সরকার পরিবর্তনে পুবেই তার বিরুদ্বে একাধিক মামলা রয়েছে ঐ মামলাগুলোতে জামিনে আছে ।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে আটক যুবদল নেতা জানে আলমেকে আদালতে সোর্পদ করা হয়েছে বলে রাউজান থানার ওসি একেএম শফিকুল আলম চৌধুরী জানান।