চট্টগ্রামের পতেঙ্গায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী নাসিমাকে হত্যার করে স্বামী মো. নাছির। পরে ঘরে তালা দিয়ে তার নিজ গ্রামের বাড়ি আনোয়ারায় আত্মগোপন করে। আর পাঁচদিন যাবত সেই ঘরে পড়েছিলো নাসিমার মরদেহ।
গতকাল আনোয়ারা থানাধীন গুণদ্বীপ এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ তাকে গ্রেফতার করে। নাছিরের বিরুদ্ধে নগরী ও আনোয়ায় ডাকাতি ও মাদক মামলা ছিলো।
পুলিশ জানায়, স্থানীয় জনগণ গত শনিবার (৭ ডিসেম্বর) পতেঙ্গা মডেল থানাধীন বিজয়নগর কাঁচাবাজার মোড়ে অবস্থিত একটি তালাবদ্ধ ভাড়াঘর থেকে দুর্গন্ধ বের হওয়ার সংবাদ দেয়। পরে পুলিশ ৭ ডিসেম্বর রাত ৮টার দিকে ওই এলাকার কবিরের ভাড়া বাসা থেকে ভাড়াটিয়া নাছিমা আক্তারের (৪৫) পঁচা, অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়। নাসিমা একই এলাকার মৃত মো. শরীফের মেয়ে। গলিত মরদেহ উদ্ধারের পর স্বামী পলাতক থাকায় পুলিশের ধারণা ছিলো, স্বামীই তাকে খুন করে পালিয়েছেন।