বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, গাজায় নিরীহ ফিলিস্তিনিবাসীর উপর ইসরাইলি বাহিনী যেভাবে নৃশংসতা চালাচ্ছে তা শুধু মুসলমানদের বিপর্যয় নয়। এটা গোটা বিশ্বের মানবতার বিপর্যয়। এটা শুধু মুসলমানদের বিষয় নয়- কোন ধর্ম-বর্ণ-গোত্র কারও কাছেই এটা গ্রহণযোগ্য নয়। ইসরাইলের এই মানবতা বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে সোচ্চার হতে হবে। যাতে পৃথিবীর কোন দেশে, কোন নেতা বা রাষ্ট্রনায়ক এই ধরণের ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর সাহস না করে। আমি ফিলিস্তিনের সাধারণ জনগণের উপর ইসরায়েলি বাহিনীর নিষ্ঠুরতম ,অমানবিক হামলা ও গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি বিশ্বনেতা এবং জাতিসংঘের কাছে দাবি জানাই, এই গণহত্যার বিচার করুন। ইসরাইলকে গণহত্যার দায়ে বিচারের আওতায় আনুন। সারা বিশ্ব যেমন ইসরাইলকে বয়কট করছে জাতিসংঘেরও উচিত সেংশনের আওতায় এনে তাদের এই নৃশংসতার বিচার করা।
০৯ এপ্রিল (বুধবার) বিকেলে নগরীর ২নং গেইট জাতীয় বিপ্লব উদ্যানের সম্মুখস্থ সড়কে ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত ‘মানববন্ধনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রতিবাদের ভাষা কখনোও লুটের ভাষা হতে পারেনা। আমরা মনস্তাত্তিকভাবে সিদ্ধান্ত নিব যে, ইসরাইলি পণ্য বয়কট করবো। তবে কোনভাবে লুটতরাজ কাম্য নয়। যারা এই ধরণের লুটপাটে লিপ্ত হবে আগামীতে তাদের আমরা প্রতিরোধ করবো।
মীর হেলাল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ফিলিস্তিনে যে নৃশংসতা ও মানবতার বিপর্যয় ঘটেছে তার প্রতিবাদে জনমত সৃষ্টির নির্দেশনা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আজকের এই মানববন্ধন। ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসন, দখল ও মানবতাবিরোধী হামলার প্রতিবাদে সারাদেশে বিএনপির কর্মসূচী অব্যাহত রয়েছে। আগামীকাল চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জমিয়াতুল ফালাহ ময়দান থেকে বাংলাদেশের বৃহত্তর শান্তি র্যালি অনুষ্ঠিত হবে সবাইকে উপস্থিত থাকার উদার্ত আহবান জানায়।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলায়েত হোসেন বুলুর সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জি. জমির উদ্দিন নাহিদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, ৪২নং নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি শায়েস্তা উল্লাহ চৌধুরী সাধারণ সম্পাদক মো. হাসান। বক্তব্য রাখেন উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আকবর আলী, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আবু বক্কর রাজু, আসিফ চৌধুরী লিমন, মহসিন কবির আপেল, দিদার হোসেন, আব্দুল মান্নান, ফখরুল ইসলাম শাহীন, শাহাদাত হোসেন সোহাগ, মো. হাসান, নুর আলম, শফিউল আলম শফি, এন মোহাম্মদ রিমন, সাজিদ হাসান রনি, আলতাফ হোসেন, রিদওয়ানুল হক, মো. দুলাল, মহিউদ্দিন রুবেল, বিল্লাল হোসেন বাবু, জাকির হোসেন মিশু, মো. পারভেজ, নুরুল কবির পলাশ, জহুরুল ইসলাম জহির প্রমুখ।