নাইক্ষ্যংছড়িতে উপজেলা বিএনপির সভাপতি আরিফুল্লাহ ছুট্টু সাধারণ সম্পাদক আবদুল আলিম বাহাদুর ও নুরুল আবসার সোহেলের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত উপজেলা সদরে।
শুক্রবার ( ১২ এপ্রিল) বিকেল ৩ টায় এ বিক্ষোভ মিছিল শেষ হয় দলীয় কার্যালয়ে গিয়ে। এতে বক্তারা বলেন,বান্দরবান জেলা সদরের কালাঘাটায় দুর্বৃত্তরা বিএনপির অফিস ভাংচুর করেছে।
যার তীব্র নিন্দা জানান তারা। আর সে কারণেই তারা বিক্ষুব্ধ হয়ে এ বিক্ষোভ-সমাবেশ করেছে।
এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির মৌলানা সুলতানসহ নেতৃবৃন্দ,সদর ইউনিয়ন সভাপতি সাংবাদিক ইউনুস, উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সোহেল,ছাত্রদল আহবায়ক জিয়াবুল হক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান প্রমূখ।