সেলিম উদ্দীন, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও থানা থেকে গত ৫ আগস্ট লুট হওয়া অস্ত্রসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
১১ এপ্রিল (শুক্রবার) রাতে উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন ৯নং ওয়ার্ডের গজালিয়া প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে ব্রীজের নীচ হতে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেন ওসি মছিউর রহমান।
থানা থেকে লুটকৃত উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে ১টি দু’নলা বন্ধুক, ১টি হেলার, ১টি গ্যাস মাস্ক,২টি গামবুট,১টি রেলিংপাইপ,১টি লেগগ্যার্ড ও
অস্ত্রের সিনিং ২টি। এসময় স্থানীয় ওয়ার্ড মেম্বার নাঈমুল ইসলাম ও জুয়েল উপস্থিত ছিলেন।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মছিউর রহমান বলেন, এসব অস্ত্র -সরঞ্জাম থানা থেকে লুট হয়েছে। শুক্রবার রাতে পরিত্যক্ত অবস্থায় ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া প্রাইমারী স্কুল এর পশ্চিম পার্শ্বে ব্রীজের নীচ হতে উদ্ধার করা হয়।