চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড উত্তর রাঙ্গামাটিয়ায় আম গাছে ঝুলন্ত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (১২ এপ্রিল) সকালে অছি মিয়া কেরানী বাড়ির পাশে মুহাম্মদ খোরশেদুল আলম (৬০) নামের বৃদ্ধের মরদেহ পাওয়া যায়।
তিনি ওই এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে।
ফটিকছড়ি থানার ওসি নুর আহমেদ জানান, ঘটনাস্থল থেকে আম গাছের সাথে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
গলায় কালো দাগ ছাড়া শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, রাতের কোনও এক সময়ে তিনি আত্মহত্যা করেছেন।