ম্যাচের প্রথমার্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের দাপটে কোনঠাসা হয়ে রইলো টটেনহাম। দুই গোলে এগিয়েও গেলো রেড ডেভিলরা। তবে দ্বিতীয়ার্ধে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে দুই গোল শোধ করে স্পার্সরা। গত রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ইউনাইটেডের সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করে টটেনহাম।
এদিন ঘরের মাঠে ম্যাচের সপ্তম মিনিটেই গোল হজম করে টটেনহাম। র্যাশফোর্ডের পাস পেয়ে বক্স থেকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করে ইউনাইটেডকে এগিয়ে নেন স্যানচো।
বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন র্যাশফোর্ড। প্রতিআক্রমণ থেকে লক্ষ্যভেদ করেন তিনি।
বিরতি থেকে ফিরে যেন নিজেদের ছন্দ খুজে পায় টটেনহাম। একের পর এক আক্রমণ চালাতে থাকে তারা। ম্যাচের ৫৬তম মিনিটে স্পার্সদের খেলায় ফেরান পেদ্রো পোরো। হ্যারি কেইনের প্রথম প্রচেষ্টা প্রতিহত হওয়ার পর ফিরতি শটে জাল লক্ষ্যভেদ করেন তিনি।
৭৯তম মিনিটে অবশেষে দলকে সমতায় ফেরান সন। ডান দিক থেকে বক্সে কেইনের দেওয়া পাস পেয়ে নিখুঁত দক্ষতায় ইউনাইটেডের জাল খুজে নেন তিনি।
শেষ পর্যন্ত কোনো দলই আর জয়সূচক গোলের দেখা পায়নি।
এই ড্রয়ের পর ৩১ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে চারে আছে ইউনাইটেড। দুই ম্যাচ বেশি খেলে পাঁচে থাকা টটেনহ্যামের পয়েন্ট ৫৪।