শফিউল আলম, রাউজান ঃ চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ১নং হলদিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শহীদ জাফর সড়কের সেবাখোলা এলাকা থেকে শুরু হয়ে ডাবুয়া খালের উপর দিয়ে উত্তর আইলী খীল পর্যন্ত উত্তর আইলী খীল সড়ক । সড়কে ডাবুয়া খালের উপর নির্মানাধীন একটি ব্রীজ বর্ষার ম্যেসুমে পাহাড়ী ঢলের শ্রোতে বিধস্ত হয়ে অনেক দিন সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্দ্ব হয়ে যায় । রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী এলাকার মানুষের দুভোর্গ লাঘবে ডাবুয়া খালের বিধস্ত ব্রীজ নতুন ভাবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে নির্মান কওে দেয় ।ডাবুয়া খালের উপর নতুন ভাবে ব্রীজ নির্মান করার পর সেবা খোলা থেকে উত্তর আইলী খীল মসজিদ পর্যন্ত উত্তর আইলী খীল সড়কের বিটুমিন কার্পেটিং কাজ করার জন্য টেন্ডার আহবান করেন । ১ কোটি ৩২ লাখ টাকা ব্যায়ে উত্তর আইলী খীল সড়কের নির্মান কাজের ঠিকাদারী নেয় বিনাজুরী ইউনিয়নের কাগতিয়া হাট বাজারের ব্যবসায়ী রাজিব চৌধুরী রাজু।
ঠিকাদার রাজিব চৌধুরী রাজু সড়কের নির্মান কাজে নিম্মমানের ইটও ইটের খোয়া দিয়ে সড়কের ম্যগাডামের কাজ করছেন ।নিম্মমানের ইট ও ইটের খোয়া দিয়ে সড়কের নির্মান কাজ করার সময়ে স্থানীয় জনপ্রতিনিধিরা সড়কের কাজে বাধা দিলে রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালাম সড়কের নির্মান কাজের জন্য আনা নিম্মমানের ইট সরিয়ে নিয়ে ১নং ইট দিয়ে সড়কের নির্মান কাজ করার নির্দেশ দেয় । ঠিকাদার কয়েকদিন ক্জা বন্দ্ব রাখার পর আবারো নিম্মমানের ইট ও নিম্মমানের ইটের খোয় দিয়ে সড়কের কাজ করছে করছে বলে অভিযোগ করেন স্থানীয় মেম্বার ফিরোজ আহম্মদ । অভিযোগ পেয়ে সরজমিনে পরিদর্শন কালে দেখা যায় সড়কের কাজে নিম্মমানের ইট ও ইটের খোয়া ব্যবহার করছে ঠিকদার। এব্রাপারে সড়কের নির্মান কাজের ঠিকদার বলেন, সড়কের নির্মান কাজে ব্যবহার করা নিম্মমানের ইট ও ইটের খোয়া সড়কের পুবের্ই ব্রীক সলিং করা ইট। ঐ ইট টেন্ডার নেওয়ার সময়ে সেলপিস হিসাবে ধরা হয়েছে। নড়কটির ব্রীক সলিং করার সময়ে নিম্মমানের ইট ব্যবহার করার সময়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ঘমিয়ে ছিল নাকি?এই প্রশ্ন স্থাণীয় বাসিন্দ্বাদের।গত তিনবৎসর পুর্বে সড়কটি ব্রীক সলিংয়ের কাজ করা হয় । এ ব্যাপারে রাউজান উপজেলা প্রকৌশলী,আবুল কালাম বলেন,নিম্মমানের ইট ও ইটের খোয়া দিয়ে সড়কের নির্মান কাজ করার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।
নিম্নমানের ইট দিয়ে রাউজানের উত্তর আইলী খীল সড়ক নির্মাণ
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন