বায়েজিদ থানাধীন টেক্সটাইল আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে সাইফুল ইসলাম হৃদয় (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ মে) সকালে চন্দননগর বেলতলায় এ দুর্ঘটনা ঘটে।
বায়েজিদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কামরুজ্জামান জানান, সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে কাজ করছে।
বায়েজিদ বোস্তামী থানার ওসি সঞ্জয় কুমার সিনহা বলেন, হেঁটে যাওয়ার সময় ওই পথচারীর গায়ের ওপর একটি মাদ্রাসার নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে পড়ে। এতে তার মৃত্যু হয়।