মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে প্রহরীদের মারধর করে মৎস্য খামার থেকে লুট করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত ৩ টার দিকে উপজেলার খৈয়াছরা ইউনিয়নের পশ্চিম খৈয়াছরা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় খানসাব ও নুরুল আবছার নামে দুই প্রহরীকে মারধর করেছে। তাদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
মৎস্য প্রকল্পের মালিক মো. ছলিম উল্লাহ জানান, গত ৫ আগস্টের পর থেকে আমার প্রকল্পের মাছ লুট করে নেওয়ার জন্য ইকবাল নামে এক সন্ত্রাসী বার বার হুমকি দেয়। কয়েকদিন আগে প্রকল্প থেকে মেশিন নিয়ে যায়। বুধবার রাত ৩ টার দিকে ৯ একর প্রকল্পের প্রহরীদের মারধর করে আটকে রেখে কয়েকটি প্রকল্পে জাল দিয়ে প্রায় ১০ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায়। এর আগে মেশিন সহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে মিরসরাই থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে মিরসরাই থানার ওসি (তদন্ত) দীপ্তেশ রায় জানান, খৈয়াছরা এলাকায় মাছ লুটের বিষয়ে ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দিয়েছে। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হবে। এরপর তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবো।